শ'দুয়েক বছর শোষণের পর
পরাজিত হলো ব্রিটিশ রাজ,
নিজের ঠিকানা হলো বাঙালির
দিক্বিদিক আজ বিজয়ের সাজ।
পরাক্রমশালী ইংরেজ শাসন
নিমিষেই শেষ অসম যুদ্ধে,
আন্দোলনের সারথি যারা
স্বাধীকার আছে শুদ্ধ রক্তে।
মাস্টারদার সহযোদ্ধা হয়ে
লড়েছেন যারা প্রাণপণে,
ইতিহাসে ওরা সোনালী পাতায়
বিপ্লবীদের জয়গানে।
ইসলামাবাদী,প্রীতিলতা,ক্ষুদিরাম
বিনোদ বিহারি,কল্পনা দত্ত,
ফখরে বাংলা আবদুল হামিদ
শহীদ বিপ্লবী মহেশ চন্দ্র।
ব্রিটিশ খেদাও, ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার পতন,
বিপ্লবতীর্থ ভূমি বীর চন্দনাইশ
এখানে জন্মেছেন বহু গুণী রতন।
নিজেকে নিয়ে অহংকার করি
আমি মহেশ চন্দ্রের গ্রামের সন্তান,
আলোকিত এক বীর জনপদ
বেপারী পাড়া পবিত্র জন্মস্থান।
ভাগ্যবান পিতা গৌরকিশোর
রত্নগর্ভা বকুলা বড়ুয়া,
সাতবাড়ীয়া গ্রাম ধন্য
পেয়ে বিপ্লবীর পরশ ছায়া।
পরাধীন বাংলার মান বাঁচাতে
কৈশোর পেরোনো বীর মহেশ,
ঘর ছাড়লেন স্বদেশ প্রেমে
শোষণকারী দের করতে শেষ।
জীবনের কথা ভাবেনি কোনদিন
লড়তে হবেই প্রাণপণে,
বীরের জাতি হোক প্রমাণিত
সাহস সঞ্চারিত হোক জনমনে।
চিরকুমার আজন্ম বিপ্লবী
নিতে চেয়েছিলেন স্বস্তির নিঃশ্বাস,
গ্রেফতার হয়ে অন্ধকার সেলে
বরণ করতে হলো দীর্ঘ কারাবাস।
অমানুষিক নির্যাতন সয়ে
ইস্পাত কঠিন দৃঢ় মনোবলে,
মাথা নোয়ায়নি শত্রুদের কাছে
সততা, দেশপ্রেম দিয়ে রসাতলে।
শাহাদাতের অমিয় সুধা
পান করতে হলো অবশেষে,
মহেশ চন্দ্র বড়ুয়া নামটি
সোনালী অক্ষরে লেখা ইতিহাসে ।।