সালাম, বরকত, রফিক জব্বার
কত ভাইয়ের রক্ত বিন্দু,
বিশ্বের বুকে পেয়েছি সবাই
মায়ের ভাষার বিষাদ সিন্ধু।
এ যেন একটি উপন্যাস মহাকাব্য
বেদনাবিধুর গল্প,
বাঙালিআনার মর্মকথা
আর প্রেরণার সংকল্প।
ভাষা প্রতিষ্ঠার ঐ মিছিলে সবাই
একেকজন বীর যোদ্ধা,
কার এত সাহস রুখিবে তাদের
কাদের আছে স্পর্ধা?
"বাংলা" ভাষার গভীরতা টানে
মায়ের দামাল ছেলে,
বুকের তাজা রক্ত দিল
পৃথিবীর সব ভুলে।
সারাদিনের ক্লান্ত দেহে
যখন ফিরি আপন নীড়ে,
বাংলা ভাষায় যদি একবার "মা" ডাকি
মনে হয়, স্বর্গ সুখ এসেছে ফিরে।
দুনিয়ার মাঝে পশ্চিম থেকে
পূর্বের ঐ কোণায়,
যদি দেখি একজন বাংলা লোক
মনে হয় আমার ভাই।
নিজেকে নিয়ে গৌরব করি
আমি বাংলা মায়ের সন্তান,
ইতিহাসে প্রথম এই ভাষার জন্যই
বিলিয়েছি হাজার প্রাণ।
আজো বাংলা ভাষা রন্ধ্রে রন্ধ্রে
লাঞ্ছিত, কলঙ্কিত,
বিদেশী হাজার ভাষার ভীড়ে
বারবার কলুষিত।
২১ মানে ত্যাগ, তিতিক্ষা
বাঙালি জাতীর চেতনা,
২১ মানে সংগ্রাম দ্রোহ
নব প্রজন্মের মুক্ত ভাবনা।
ওপার থেকে শহীদদের আত্না
প্রাণপণে ডেকে যায়,
পৃথিবীর সকল বাংলা ভাষী
আসুন "বাংলা" কে রক্ষায় ।।