ভালোলাগা
.................
বাউণ্ডুলে ছেলেটি আর, কলেজে পড়া মেয়ে
আসা-যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে, থাকতো চেয়ে
ভালো লাগার শুরুটা ছিলো, দারুণ ঘটনাক্রমে
সেই যে মুখটা গেঁথে গেলো, অবচেতন মনে
গল্পটা থাকুক হয়ে, সোনালী দিনের স্মৃতি
লিখবো আজ ফেলে আসা, একক প্রেমের গীতি
সেই শুরু
..............
ছেলেটা একদিন চলতি পথে, দেখে মেয়েটিকে
অজানা আকর্ষণে সেদিন, দুচোখ যায় আটকে
খানিক পিছু নিয়ে আবার, থমকে গেছে দাঁড়িয়ে
ততক্ষণে অবুঝ মনপ্রাণ, যায় অজানায় হারিয়ে
রুটিন
.........
খুব ভোরে ঘুম থেকে উঠে, সেরে খাওয়া-দাওয়া
শার্ট-প্যান্ট, জুতো পায়ে, ঘর থেকে বের হওয়া
ছেলেটা বারোটার আগে, উঠতো না বিছানা ছেড়ে
সে ছেলেটার নিয়ম হয়ে, গিয়েছিলো প্রেমে পড়ে
সেদিন
..........
দিনটা ছিলো এই জীবনের, অনন্য এক অনুভূতি
ভালোলাগার আকর্ষণ, সবটুকু মেয়েটির প্রতি
গাড়ি থেকে নেমে হাঁটছিল, বান্ধবীদের সাথে
পিছু নিয়ে আমিও যাচ্ছি, চকলেট নিয়ে হাতে
সুযোগ
...........
উপায় খুঁজছি একবার যদি, বলতে পারি কথা
ভেঙে যেতো এই মনের যতো, অদৃশ্য নীরবতা
লাইব্রেরিতে ঢুকলো সবাই, খাতা-কলম কিনতে
লাইব্রেরিয়ান বন্ধু আমার, পড়েছি প্রাইমারিতে
আলাপন
..............
বন্ধুর সাথে আড্ডার ছলে, বিনিময় করি কুশল
প্রথম আলাপনের পরে, বাঁধ মানেনা চোখের জল
ভেবেছিলাম রাগের দৃষ্টিতে, একটা ধমক দিবে
মিষ্টি কণ্ঠে বললো আমায়, নতুন বন্ধু হবে?
তারপর
............
সেখান থেকেই বন্ধুত্ব, চলতে থাকলো আমাদের
একটা সময় এই বন্ধন, গভীর হলো দু'জনের
দেখা না পেলে একবার তাঁকে, কিছুই ভালো লাগতোনা
দিনটা ছিলো অসহায়ের মতো, সুখের রাত আসতো না
হঠাৎ
........
বন্ধুর সাথে হয়ে গেলো, যোগাযোগটা বন্ধ
দমকা হাওয়ায় ঝড় আসবে, একদিন কে জানতো!
শুনলাম বিয়ে ঠিক হয়েছে, পারিবারিকভাবে
হারিয়েছি বন্ধুটিকে, আমিই আমার স্বভাবে।
আক্ষেপ
.............
আমৃত্যু আক্ষেপ থেকে যাবে, আজীবনের জন্য,
বলতে না পারা মনের ভেতরের, কথাগুলো লুকোনো।
আফসোস করে কি আর হবে? দিনগুলো আর নেই,
বিসর্জন দিয়েছি ভালোবাসা, একদম খুব সহজেই।
সেই রাত
..............
প্রতিবছর ২৫ আগষ্ট আসে, আমার শুভ জন্মদিন
আনন্দের মাঝেও কষ্টে ভরা এই তারিখটি, মনে থাকবে চিরদিন
হলুদের রঙে রঙ্গিন হলো, প্রিয়জনের হাত,
দূর থেকে কেঁদে ভাসিয়েছি, পেয়েছি আঘাত
শেষ প্রশ্ন?
...............
ভারাক্রান্ত পোড়া কপাল, দেখতে হচ্ছে আজ
তোমার বসনে নববধূর, চিরচেনা সাজ
আমি না হয় একক প্রেমে মজেছিলাম খুব
তুমিও কি বুঝতে পারো নি, থেকেছিলে চুপ !!!