যুদ্ধ যুদ্ধ খেলা আর নয়
নয় হানাহানি, সংঘাত,
পৃথিবীর পথে পথে লক্ষ প্রাণ
অদৃশ্য আঘাত!
এবার থেমে যাক রক্তপাত।
ক্রমাগত ভুলছি ধর্ম
করছি অধর্ম,
মানবতার মুখপানে
অবিরাম করছি চপেটাঘাত।
সম্প্রদায় আর মানুষে মানুষে
বিভেদ ঝগড়া কিসের রোষে?
টাকার গোলামী ক্ষমতা লোভ,
চারদিকে শুধু বাড়ছে ক্ষোভ।
নিজেই নিজের হন্তারক হয়ে,
শরীরে মারছি কুঠারাঘাত।
সৃষ্টিকর্তা হয়ে নারাজ,
প্রতিনিয়ত দিচ্ছে
অকস্মাৎ বাজ!
আনতে সুখ-শান্তি ফিরিয়ে
কঠোর প্রাণ বিসর্জন দিয়ে,
ভালোবাসার শীতল পরশ নিয়ে,
জাত-পাত ধর্ম একাত্ম হয়ে
থাকতে সময় একবার না হয়
বিবেকবান মানুষের কাছে অনুনয়,
বুকে বুক মিলিয়ে একসাথে চলি
জয় করি চলো সকল ভয় ।।