অপরূপা কর্ণফুলী
সাফাত বিন ছানাউল্লাহ্
মনমাতানো চিৎকার, উত্তাল ঢেউয়ে
আমার হারানো শৈশবের স্মৃতি নিয়ে,
বয়ে চলে যে নদীটি
নাম তার কর্ণফুলী।
তীরের সুফলা হাওয়া
মাতৃস্নেহের সুধা নিয়ে,
যেটি বুকে রাখে বৈঠা, তরী
তার নাম কর্ণফুলী।
হাজারো বৃক্ষের শো শো শব্দ
অস্তগামী সূর্যের রঙ্গিন ঝিলিক,
দক্ষিণা বায়ুর চঞ্চল পরশ
যার আছে সাদা সবুজের অপূর্ব সমারোহ,
তার নাম কর্ণফুলী।
মাঝি মাল্লার ভাটিয়ালী গান
পানকৌড়ির ডুবন্ত সাঁতার,
বিপুল জলরাশির হৃদয়চোয়া নৃত্য
শীতের জেগে ওঠা সময়ে হরেক রঙের
অতিথি পাখির সম্ভার যেখানে,
তার নাম কর্ণফুলী ।।