সভ্য সমাজ, নষ্ট দেশ
এই কী মোদের বাংলাদেশ?
লক্ষ প্রাণের অধিক মূল্যে
কিনে হয়েছি মুক্ত বেশ।

পরাধীনতার শৃঙ্খল ভেঙে
হয়েছিলাম স্বাধীন,
না না ভুল কথা, মনে বড় ব্যাথা
রয়েছি আজো পরাধীন।

হাজার জনের চোখের সামনে
মরে এখনো বাঙালী,
নুসরাত, রিফাত, তনু, বিশ্বজিৎ
আমরা এখনো কাঙালি।

মুখে ধর্মে কাজে কর্মে
আমি একাই সবজান্তা,
দেশটা হয়েছে ময়লার ভাগার
সে নিয়ে আছে কী চিন্তা?

আমরা সবাই ধর্মবিশারদ
সবখানে জুড়ে দিই তর্ক,
স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে
কেন করি বিতর্ক?

ধর্মচিন্তা থাকনা পরে
আগে মানুষ হই মনের জোরে,
ভেতরের ওই ঘুমন্ত মানুষকে
জাগাই না একবার ডেকে!

দুনিয়াটা হবে চিরসুন্দর
সুজলা সুফলা রূপ মনোহর,
ভেদাভেদের ওই দেয়াল ভেঙ্গে
বিশ্ব বিবেক উটুক জেগে
এসো হানাহানির ইতি টানি
মনের কাছে প্রশ্ন রেখে ।।