অস্ত্র হাতে বীর যোদ্ধা
সাহসী এক দামাল,
জাতির পিতার যোগ্য ছায়া
লড়াকু শেখ কামাল।
শেখ পরিবারের আশা-ভরসা
প্রেরণার দীপ্ত চেতনা,
হাজারো তরুণ প্রজন্মের
দুর্বার এক প্রেরণা।
দেশের টানে নিজ ঘর থেকে
পালিয়ে গেলেন যুদ্ধে,
কারণটা তো সবার জানা
স্বাধিকার আছে রক্তে।
ক্রিকেট, ফুটবল, বাস্কেটবলে
সুদক্ষ এক খেলোয়াড়,
সব খেলাতেই পারদর্শী
ছিল - সোনালী ভবিষ্যৎ যার।
দেশের ফুটবলের মানোন্নয়নে
স্বপ্ন দেখতেন দিবা-রজনী,
প্রতিষ্ঠা করেন দেশ সেরা ক্লাব
ক্রীড়াচক্র আবাহনী।
সমাজবিজ্ঞানী, ছাত্রনেতা
রাজপথ কাপানো সৈনিক,
সত্যের পথে আজীবন ছিলেন
পিতার মতই নির্ভীক।
সেতারবাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রথম সারির মাষ্টার,
গানের কণ্ঠ দরাজ গলায়
প্রমাণ রেখেছেন দক্ষতার।
মঞ্চ, থিয়েটারে পারদর্শী
অনুকরণীয় অভিনেতা,
উপস্থিত বক্তৃতায় দারুণ
বজ্রকন্ঠী নেতা।
আর কী থাকলে একজন
হয় সবদিকে পরিপূর্ণ,
কামাল নামের ছেলেটির জন্মে
স্বাধীন এ বাংলা ধন্য।
নন্দিতদের নিন্দিতরা
কুৎসা রটাবে আজীবন,
ইতিহাস তার নিরব সাক্ষী
প্রমাণ হাজার গুণীজন।
'৭৫ এর সেই কালরাতে
নিভে গেল এক প্রদীপ অনির্বাণ,
আজো স্বপ্ন দেখা তরুণের মাঝে
" শেখ কামাল " চির অম্লান ।।