ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘুরে
তা বলা দায় ।
করবো করছি এটা ওটা নানা কথা
হয়না সে ভাবে দিন বয়ে যায়।
ভাবি এক হয় আরেক
হয়না আশা বন্দী।
বন্দী হয় গিয়ে যাহা না চেয়েছি
সেই মায়াছবি।
হঠাৎ সুখ তার আলতো ছোয়া দেয়
শীতের রোদেলার মতো।
তবে দুঃখটাই স্থায়ী।
কিছুই করার নেই জীবনের তাগিদে
সকলি মেনে নিতে হয়।
তবো যেনেছি অবস্থার প্রক্ষিতে
শিখেছি ঠেকেছি যেথায়।
সুখের ভাগিদার সবাই হলেও
দুঃখ কষ্টের মাঝে আপন দড়িয়ায়
কাউকে বুঝতে না দিয়ে
কাঁদে নয়ন তৃতীয় নয়নায়।