স্বাধীনতা তুমি
          পরাধীনতার বুক চিরে
                     বর্ণমালা দিয়েছো হে!
স্বাধীন চিত্তে খোলা আকাশে
লাখো বিনিময়ে লাল-সবুজের পতাকা
                 জয় জয়ের মালা।
স্বাধীনতা তুমি
       সার্থক জন্ম আমার জন্মভূমি
              মন খুলে বলতে পারি সদা
অগ্নিকুণ্ড পেরিয়ে এনে দিয়েছো
প্রাণের বিনিময়ে একটি মানচিত্র
               একটি বাংলাদেশ।
স্বাধীনতা তুমি
       সাদা কাগজের পাতায় রঙের তুলি
                 কবির কবিতায় শব্দের বিচরণ
মাটির বুক চিরে যেমন শস্য বীজের আগমন
গাছে গাছে ফুলের সমারোহ পাখির কলতান  
         মুয়াজ্জিনের ঐ আজানের ধ্বনি।
স্বাধীনতা তুমি
       আধারের বুক চিরে রক্তিম সূর্যের উদয়
               বন্দী খাঁচার পাখি মুক্ত আকাশগামী
উন্মুক্ত গলা ছেড়ে গাইতে পারা গান
নদী নালা খালবিল প্রকৃতির সৌন্দর্য
              হাত বাড়িয়ে ছোঁয়া
                                    স্বাধীনতা।