না কইরাছো টেলিফোন আর
না কইরাছো ই-মেইল ফ্যাক্স
না দিয়াছো চিঠি বন্ধু
না নিয়াছো আমার খোঁজ,
ভালবাসার দুঃখ বুনে
আশার আলোর স্বপ্ন ভেঙ্গে
অশ্রু করে ভোজ ।
আধুনিক যুগের হয়ে
কেমন করে থাকো ভুলে
রঙ্গিন চশমায় সবই দেখো
উঠাইয়া কি আমায় শূলে,
ভালবাসার মুখখানিকে
অবশেষে,
কেমন করে মুছে ফেলে
বিশ্বাসটাকে ভেঙ্গে চূড়ে
দিলে ফেলে বিরহের চরে
শূণ্যতা করি ভোগ ।
হঠাৎ না দেখা দিয়ে
কোথায় থাকো কই লুকিয়ে
জানতে বড় ইচ্ছে করে
কোন পাষাণে মন ভুলিয়ে
আমারই নামটাকে তাই
অবশেষে,
তোমার থেকে মুছে দিয়ে
নিজের ইচ্ছে মতো করছো বুঝি
ভালবাসার অফুরন্ত লাঞ্চ ।