কথায় কথা বাড়ে
তর্কে বহু দূর,
চাইনা সে কাতারে
বেদনা হোক বিদূর ।
তুমি দিয়েছো জল
দু'চোখে ভাসে নোনা,
কয় বিন্দু কয় ফোঁটা
যদি ও হয়নি গণা ।
তুমি সুখে থাকো
তুমি ভালো থাকো,
চাইনা জানতে
কি তার কারণে?
আমি নই আজ তোমার
কেন?
দাও সেই উত্তর ?
সেই বিপাকে ফেলবো নাকো
বিধাতার কাছে শুধু প্রার্থনা থাকলো,
তুমি যেমনটি চাও
বিধাতার কাছে দাবি
তাকে তেমনটি রেখো
কি আর বলবো-
কথায় কথা বাড়ে
তর্কে বহু দূর ।
১৭/১১/২০১৪ ইং
কমলাপুর,নারায়ণগঞ্জ রেলষ্টেশন