তোমার জন্যে এ মন আমার
উথলা সর্ব সধায়,
উড়াল পংক্ষী হইয়া খুঁজে
নয়ন দু'তারায় ।
তোমার প্রেমে ভর করিয়া
স্বপ্ন নাচতে চায়,
তুমি যদি রাজি থাকো
আশা পূর্ণতায় ।
কালের স্বাক্ষী হবো দু'জন
ভুল বুঝো না,
অন্তরেতে বিষেরই তীর
ছুরে মরো না ।
আমি তোমার হবো একান্ত
তুমি যদি আমার,
ভোরের শিশিরে ফুল ফুটাঁবো
দু'জনার ভালবাসার ।
ঝিনুকের গঠরে যে মুক্ত মানিক
তার চেয়ে ও তুমি অপরুপ,
সুন্দর তুমি সৃষ্টির অতুলনীয়
তুলনা করা মহাভুল ।
চাঁদের পালকি করে যেন এসেছো তুমি
জোস্মার দ্বীপালি চারদার,
অপলক দৃষ্টি থাকে চেয়ে
ভালবাসায় মন ঝাড়েঝাড় ।
শান্তির নীড় বেঁধে দিয়েছো দেখা যেনো
আলোয় আলোকিত জীবন,
ধন্য বুঝি আমি তোমার কারণে
যতটুকু ভালবাসে এ মন ।