মনে পরে গেলো মায়ের কথা
হ্রিদয় জাগে ভিষন ব্যথা!
কত দূরে আছি মাগো
মনে পরে তোমার কথা!
নয়ন ছিঁড়ে সলিল আসে
মাগো তোমার ছঁবি চোখে ভাসে!!
এবার মনে আসে তোমার কথা
কত দূরে আছো তুমি বাবা!
তিমির রাতে এসে তোমি
আমায় জাগাতে বাবা তুমি!
অনেক কথা আসে মনে
বুক ভেসে যায় নয়ন জলে!!
সোনার মণি ছোট ভাই
তুমি ছাড়া আমিতো একাই!
কতো খেলা খেলতাম মাঠে
দুটো ভাই মিলে মিশে!
এমন স্মৃতি জাগে মনে
হ্রিদয় পেটে কাঁন্না আসে!!
নয়নের মণি ছোট বোন
দুটো ভাইয়ের দুটো বোন!
তোমরা আমাদের কত আপন
জানে শুধু আমার এই মন !
সাজ সকালে বিকাল বেলা
করতাম আমরা কতো খেলা!!