অন্ততকাল ধরে বেঁচে আছি আমি
শরীরে বিবর্ণ শ্যাওলার আস্তরণ ।
গুমোট অন্ধকারে ভ্যাপসা গন্ধ
নিস্তব্ধতায় আরশোলার অবাধ বিচরণ।
অথচ...কিছুকাল আগেও
ষোড়শীর স্পর্শে প্রানবন্ত ছিলাম..
কত রোঁদ বৃষ্টি জোছনা আর
আনন্দ-বেদনার রাজ স্বাক্ষী আমি।
জীর্ণশীর্ণ শরীরটাতে ঘুনে ধরেছে...
প্রায়শই ঝরে পড়ছি অল্প অল্প করে,
দিন দিন নিজের কাছে নিজেই মায়া হারাচ্ছি।
অবসাদ গ্রাস করেছে....দীর্ঘশ্বাস।
আচ্ছা শ্যামা কেমন আছে?
কতদিন তার সাথে দেখা হয়না।
সেও কি সহজে ভুলে গেলো আমায়...
ঠিক আছে নতুন সংসার, কাজের চাপ
তাই বলে এভাবে একেবারেই !
নিঃসঙ্গতা আর ভালো লাগছেনা।
কতোদিন আকাশ দেখিনা...
টুনটুনিটা, ওতো বেশ কিছুদিন ডাকছেনা।
তবে কি সেও অন্য কোথাও পাড়ি জমিয়েছে!
আমি তো সবার কথা ভাবছি কিন্তু তারা?
না না, আমার কথা ভাবার সময় কোথায়।
শ্যামা গুনগুন করে কি যেনো একটা গান ধরতো
ধ্যাৎ এখন আর মনে পড়ছেনা, আসলে এমনই হয়।
যখন মনে করতে চাইবে তখন আর মনে পড়বেনা
বেলা কি ফুরিয়ে এলো!
অবশ্য আমার কাছে সবই এক।
আজ প্রচন্ড হাসফাস করছে মনটা,
কোনো কিছুতেই স্থির করতে পারছিনা।
চোখের পাতা দুটো অসাড় হয়ে আসছে,
ঘুমের জন্যে নাকি চিরতরে,
ঠিক বুঝে উঠতে পারছিনা।
তবে এটা বুঝছি,
আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি,
অতলান্তের গভীরে...