পূর্বাশার তীর্যক আলোই
দৃষ্টিগোচর হলো,
শ্যামার নিথর দেহ
বেলা শেষে সন্ধ্যে--
পাশ দিয়ে কতো এলো গেলো
এক মূহুর্তের জন্য কেউ থামলো না।
যৌবনে বেশ কদর ছিলো,
চওড়া দামের খদ্দেরের অভাব ছিলো না।
অথচ আজ এ সৌন্দর্য মূল্যহীন!
কালো পিপড়ের দল জটলা বেঁধেছে,
শ্মশান ঘাট অবধি কি যেতে পারবে?
নাকি যে যার মতো মুখে করে নিয়ে যাবে!