হেঁটে চলেছি কর্দমাক্ত মেঠোপথে
একজোড়া মুষ্টিবদ্ধ হাতের উত্তাপ,
উষ্ণতা ছড়িয়েছে সমগ্র বিগ্রহে...
ইলশেগুঁড়ি বৃষ্টির জলের ছিটিতে
বেলীফুলের ঝররাটি,
আরও সতেজ আর প্রাণবন্ত।
তোমারি উচ্ছ্বাসে প্রকৃতি আজ
পূর্ণবৃত্ত রঙধনু এঁকেছে,
স্বচ্ছ নীল আকাশে...
গোধূলিলগ্নে তাহার ওষ্ঠদ্বয়
লুব্ধক তারার মতো দ্যুতি ছড়াচ্ছে।
দুজনার গরম নিঃশ্বাসে নদীতট,
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের চেয়ে উত্তপ্ত।
অতঃপর অসাড় চোখের পাতা,
আর আমি অতলান্তের গভীরে....