রোদ্দুর,
এক পশলা বৃষ্টি।
দখিনা বাতাস,
এক গুচ্ছ লাল গোলাপ।
পড়ন্ত বিকেল,
ভরা জোছনা।
পূর্ণবৃত্ত রংধনু,
নীল শাড়ি লাল টিপ।
কোনো কিছুরই সাদৃশ্য বৈসাদৃশ্য,
তোমার আমার জীবনে নেই।
হইতো,
এরও বেশি,
আরও বেশি,
অনেক বেশি।
কোনো এক অদৃশ্য শক্তি হৃদয় প্রকোষ্ঠের অন্তরালে,
রক্তকণিকা দ্বারা প্রবাহিত মস্তিষ্কের নিউরনে
তোমার উপস্থিতি বারংবার জানান দেয়।
ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি...