কোনো এক মাহেন্দ্রক্ষণে তুমি এসেছিলে
আঁখি পল্লবের মাঝে নোনা জল নিয়ে।
সিঁথিকাটায় নেই সিঁদুরের কোনো উপস্থিতি,
ধুলিমাখা শাড়ির আঁচলে জমে আছে বালি।
দেখে মনে হয়...
সদ্য কোনো যুদ্ধবিধ্বস্ত প্রান্তর থেকে উঠে আসা
কিংবা রাবনের বিনাশ করা এক মহিয়শী নারী।
শিমুলের ডালে নব পত্রপল্লবে বিস্তর শাখা-প্রশাখা।
উঠোনে, টুনি পুতুলের বিয়ে দিচ্ছে বরযাত্রী সেজে
তারাদের সাথে মিটিমিটি জ্বলছে ফানুস গুলোও,
হইতো আর কিছু সময়, এরপরই নিভে যাবে প্রদীপ।
ফুলতলার ঝুপড়ি থেকে মাংসের সালনের টাটকা ঘ্রাণ ছুটেছে,
রাস্তার লাইটপোস্টগুলো এই জ্বলছে এই নিভছে।
অস্থির পৃথিবীতে আজও সুশীতল বাতাস বয়,
আজও উদিত সূর্যে সম্ভাবনার স্বপ্ন বুনে একদল...