খেয়ালিপনা নইতো স্বার্থসিদ্ধিতে
আহা, তরতাজা প্রাণের অপমৃত্যু।
মুখেও আজকাল কুলুপ এঁটেছি,
তবে, তুমি আমি তো জন্মান্ধ নই!
বিবেকের ঘরে ঘুঙুরের ছন্দে
মূল্যবোধে আজ প্রাণের সঞ্চার।
মনুষ্যত্ব প্রজ্জ্বলিত হোক আত্মায়,
মস্তিষ্কে বাজুক চেতনার ঘন্টা।
মানুষ আবার মানুষ হোক,
এই দেশ আবারও স্বাধীন হোক।