ঘোর অমানিশায়,
স্তনযুগল খেলে দক্ষিণা হাওয়ায়।
উন্মাদনার অথৈ সমুদ্রে,
জেলিফিসে
হারিয়ে যায় বারংবার।
পরম তৃপ্ত...
হঠাৎ-ই ঝড়
কালবৈশাখির তাণ্ডব।
পালঙ্ক ও বালিশের ক্রন্দন
গভীর রাতে,
আশপাশ মাতোয়ারা।
উন্মাদনায় ভাসছি--
ভাসছে
পুরো শরীর।
তারপর
আমার আমি শেষ
শীতল
নিস্তব্ধ চারদিক।