সুশীলের মস্তিষ্কে তালা,
আইনের বর্ণান্ধতা,
প্রতিনিধির মুখোশ আর
মিথ্যে প্রলেপের আচ্ছাদন।
চার দেয়ালে পোড়া ধোঁয়ার
বিদঘুটে কর্কট গন্ধ।
অন্যায়ের পর্বতশৃঙ্গের চূড়া,
দৃষ্টিসীমানা ছাড়িয়েছে।
প্রতিবাদী মানুষটি মনের জ্বালা মিটাতে,
দু'পেক খেয়ে নেশার রাজ্যে বদ হয়ে আছে।
দখিনা হাওয়া বইছে..
প্রজাপতি উড়ছে..
জোনাকি জ্বলছে..
ঝিঁঝি ডাকছে..
ঘড়ির কাটার সাথে সবই
গতানুগতিক চক্র ক্রমিকে ঘুরছে।
অমাবস্যার দুপুররাত..
নিভু নিভু মশালটি তেজে উঠেছে।
দূরে একটি আলো..
দুটি আলো...
শত আলো...
হাজার আলো...
লাখো আলো...
কোটি আলো...
সুপ্ত হৃদয়ে নতুন কুড়ির ফুলকি,
অগ্নুৎপাত হয়ে মেলে ধরুক পাপড়ি।