মস্তিষ্কের নিউরনে অবান্তর প্রশ্নের আনাগোনা
জাগতিক উপলব্ধিতা নাকি পুনঃজন্মই শ্রেয়া।
স্বার্থসিদ্ধিতেই তো আমরা আছি বেশ।
তবে কেনো আর মিছেমিছি সততার পরিসর!
আয়নায় নিজের প্রতিবিম্বিত কুৎসিত চেহারা,
মরুভূমিতে পিচঢালা রাস্তায় অবাধ বিচরণ।
সাদায় কালোর উপস্থিতি
অনুজীবীয় কিন্তু মেরুদন্ডী।
বিচিত্র রঙ,তবে উপভোগ্য
চামড়ায় চামড়ায় ঘর্ষণ।
নির্বুদ্ধিতার বহিঃপ্রকাশ সেতো অনেকবার
তবুও রসের সিন্নির মিষ্টিতা কি ভুলা যায়!
ঈশান কোণে কালো মেঘের পাহাড় জমেছে
বৃষ্টির আগেই কৃষাণীর চোখে অবারিত বর্ষণ
ওদিকে ক্রুসেড যুদ্ধের যে কোনো অবসানই হচ্ছেনা
জাঞ্জিবার-ইংরেজদের যুদ্ধের কথা কি মনে আছে?
মাত্র আটত্রিশ মিনিটেই আত্মসমর্পণ করে সমাপ্তি।
সুলতান সৈয়দ খালিদ তো সেদিন হেরে যাননি,
পড়িয়েছেন ক্রোধ,লোভ,হিংসা ও ঈর্ষার পান্ডুলিপি
আচ্ছা, পূর্ণিমায় জলের তরঙ্গ বেশি সুন্দর!
নাকি ঘোর অমাবস্যায় জোনাকির আভা?
শিশিরে ভেজা তীর্যক আলোয় মাকড়সার জাল,
নাকি মৃদু আলোয় নববধূর ঘর্মাক্ত কম্পিত ওষ্ঠ!