একাকি নিঃশব্দে হেঁটে চলেছি,
হঠাৎই জোছনার আবির্ভাব।
মনে হচ্ছে...কেউ ইচ্ছে করেই,
টর্চ লাইটের আলো ফেলে আমায় সনাক্ত করেছে
যেনো.. আমায় ঘিরেই জোছনার তৃপ্ততা।
জোছনার আলোয় ম্লান জোনাকির লুসিফেরিন।
এক টুকরো আলো এসে..
শ্যাওড়া গাছটিকে আরও অদ্ভুত করেছে।
সাথে হাসনাহেনার কড়া সুগন্ধিতে,
রোমাঞ্চিত এই আমি..
শুনশান নীরবতা...
হুহু করে ডুকরে কেঁদে চলেছে ঝরা পাতা গুলি,
কান্নায় শত নালিশের অভিযোগ।
তারা যেনো আমাকেই বিচারক বানিয়েছে..
সেই কান্নার রাজসাক্ষী আমি আর জোছনা।