সানাই ঢোল বাজছে,
কোরমার মিষ্টি গন্ধে,
পাকস্থলীতে বাঁশির সুর।

চাটাইয়ে কলাপাতা বিছানো।
চাপা কলের ঠান্ডা শরবতও তৈরি।
এইতো, বরযাত্রী এলো বলে..

মেয়েছেলেরা ফিতা নিয়ে প্রস্তুত।
দুহাজার এক টাকার বায়না,
যেনো কঠিন পণ।

আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস,
আর রঙ্গতামাশায় পুরো
দত্ত পাড়া মাথায় উঠেছে।

অথচ নতুন বেনারসিটা
পালার সাথে শক্ত করে বাঁধা।
আর তাতে শ্যামা ঝুলছে...