সদ্য টবে লাগানো ফুল গাছ গুলো,
কেমন যেনো চুপসে আসছে।
অথচ পরিচর্যার কোনো কমতি যে নেই;
সকাল থেকে রাত অবদি,
পুরো সময়টা তাদের ঘিরেই।
বসে ভাবছি আর উদগ্রীব হচ্ছি,
কোন সে ভুল আমার!
কেনো তারা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে!
হয়তো আর ক'টা দিন পরেই তারা ঢলে পড়বে।
ভাবনার শিরা গভীর হয়ে চলেছে,
কপোলে চিন্তার রেখা গাঢ় হচ্ছে।
বড় শখ করে লাগিয়েছিলুম,
গোলাপ,টিউলিপ আর নাইটকুইনের চারা।
হঠাৎই দৃষ্টি তীক্ষ্ণ হলো,
স্থির হয়ে আটকে গেলো,
জানালার সানসেটের উপর।
আমি হতভম্ব,আমি বিস্মিত !
সমস্ত শরীর যেনো কাঁটা দিয়ে উঠলো,
এও কি সম্ভব?
যেখানে আমি পণ্ডশ্রম দিয়ে যাচ্ছি দিনে রাত্রি,
সেখানে কিনা,জানালার সানসেটে!
ছুঁড়ে ফেলা পরিত্যক্ত আমের আঁটি থেকে,
নব পত্র পল্লবে মাথা উঁচু করে;
আমার দিকেই তাকিয়ে হাসছে,
সজীব সতেজ আম গাছের চারাটি!
এরই মাঝে অনেকটা সময় চলে গেলো,
আমি ভাবলুম আর শিখলুম।
যে বেড়ে উঠার, সে জাগবেই।
শত বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে,
সমাজের সকল হিসেব নিকেশকে ক্ষুন্ন করে,
সে মাথা তুলে দাঁড়িয়ে জানান দিবেই...
জাগতিক শক্তির ক্ষমতার কাছে,
তোমরা সকলেই অতি তুচ্ছ আর নগণ্য।