মস্তিষ্কের চোরাবালিতে ধীরে তলিয়ে যাচ্ছে মনুষ্যত্ব,
নরপিশাচের হাতে স্বাধীন বাংলার এক খাবলা মাংস।
ঘুণে খাওয়া হৃদপিণ্ডখানা অকেজো হয়ে গেছে,
সিস্টোল ডায়াস্টোলে ধরা পড়ছে না দূষিত রক্ত।
অথচ আমার আকাশে অবারিত ফুলের বৃষ্টি
লাল, নীল, বেগুনী আরও যে কতো কি...
মুষ্টিবদ্ধ হাতে এক জোড়া গোলাপ বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে।
তন্দ্রাবিলাসীর নিথর দেহ ঘিরে ধরেছে দু'চারটে পিঁপড়ে।
বৃষ্টির জল দিয়ে চায়ের স্বাদ নিয়েছো?
কিংবা প্রেয়সীর কপালে চুম্বন এঁকেছো?
শ্মশানঘাটে আম্র কাষ্ঠ দাউদাউ করে জ্বলছে
কলিজা পোড়া রোদে ধান মাড়াইও চলছে।
আজও বহমান বাংলায় কৃষ্টি-সংস্কৃতির মেলা হয়।
চড়ুইভাতিতে মান-অভিমানের পালা শেষ হয়।