নীল আকাশের ভিড়ে আমি শুভ্রতায় সেজেছি,
তুমিও সাজো লাল বেনারশীতে কাজলকালো চোখে।

অভিযোগ! কই নেইতো...
স্বার্থসিদ্ধি, সেতো যুগ যুগান্তর।
তবে মিছেমিছি কেনো,
নিয়তিকে দোষারোপ করছো।

ফাল্গুনের প্রথম সকালের সেই আশ্বাস,
হোক কুঁড়ে ঘর তাতেই আমাদের বসবাস।

ঘর্মাক্ত শরীরের নোনতা স্বাদে বুদ হবো,
কিংবা ঝুম বৃষ্টিতে তোমার শরীরের উষ্ণতা নেবো।
চেরাগ জ্বালিয়ে সাপলুডুর খেলায় মত্ত হবো,
সুবেহ সাদিকে পুশকনিতে ডুব দেবো।

পূর্ণিমায় এক্কাদোক্কার স্বাদ...
আহা... মানুষ বুঝি এমনই হয়।

উঠোনে নিভু নিভু প্রদীপের শ্বাসপ্রশ্বাস
মনে ভীত সঞ্চার হয়।
কর্পূরের তীব্র গন্ধে আবৃত শরীর
বৃত্তাকার জটলার মধ্যমণি যে আমিই...