মতানৈক্যের বিভেদ নিয়েই,
তোমার আসা যাওয়া।
কেউ ছিলো প্রশংসায় পঞ্চমুখ,
কেউবা আবার গালমন্দ করে পায় সুখ।
সব মিলিয়েই 'বর্ষ' তোমার,
আগমন আর প্রস্থান।
স্বার্থপরতা মোদের রন্ধ্রে রন্ধ্রে,
নইতো কি আর হিসেব কষে কয়;
গেলো বছর ছিলো পুরোটাই অশুভ।
আসছে বছর না জানি কি হয়!
বর্ষ আসে নবরূপে রাঙাতে ভুবন,
পাপ পুণ্যের হালখাতাও খুলে তখন।
পুণ্যের ভান্ডারে যদি না পরে জমা,
কলুষ ছাড়া নেইতো কিছু জানা।
কেনো মিছে শুধু অপবাদ দিচ্ছো,
সৃষ্টিকর্তার কাছে নতুন বায়না ধরছো।
আকুতি তোমার এ বছর না হোক অশুভ,
আমি যে কই, প্রতিটি বর্ষই হয় শুভ।