••••••••••••••••••••••••••••••••••••
যারা জ্বালিয়েছে অনল এ গগনে,
ভেঙ্গেছে স্বপ্ন অগভীর রাতে।
গগনে গভীরে মেঘ,
যেতে দিবো না কভু।
রক্ত জমাট বেঁধেছে যখন,
ভাঙ্গবো না আর কভু।
শত হাস্যোজ্জ্বল মুখ দেখিছি আমি,
বুঝিনি কভু এ রূপ রতন।
তব দেখিয়াছি নেত্র খুলে,
অবুঝ দৃষ্টি ভরে।
তব আগুন নিত্য সাজে,
বাড়ছে দ্বেষ নির্বোধীদের বিরুদ্ধে।
৺৺৺৺৺৺৺৺৺৺৺৺৺৺৺৺৺৺