কোকিলের মুখে এসেছ তুমি
গছের পাতা ঝরিয়েছ তুমি
ফুটিয়েছ তুমি ফুল।
দখিনাবাতাস লাগছে বুকে
শিমুল ফুটছে গাছের ডালে
দিচ্ছ তুমি ঘ্রাণ।
নতুন রূপে গাইছি গান
মুগ্ধ আমার ক্ষুদ্র প্রাণ।
এসেছ তুমি বলে।
ডাকছো তুমি দ্বারে
আমি আসছি তোমার কাছে
যেওনা তুমি দূরে।
শীত গেল বলে
তুমি যাবে চলে
দিবানন্দ দিবে কাকে?
ফুলের নরম গন্ধে
পাতা ঝরার শব্দে
এসেছ তুমি দিবা-রাত্রে।
মুক্ত বায়ুর সাগরে
যাব বহুদূর পাড়ি দিয়ে
এসেছ তুমি বলে।