কল্লোলিনীর কল্লোলে;
অরুন হাসে দূর থেকে।
ভাঙ্গে তট আনমনে।
এ কূল ভেঙ্গে ঐ কূল গড়ে।।
অনাড়ম্বর এই রাজকতায়,
কে এগিয়ে তোমার থেকে।
থাকে কখনো তোমার মাঝে;
সিগ্ধতার ছোঁয়া।
হয়ে ওঠো কখনো জীমূর্তি,
ভেঙ্গে ফেল সব আনন্দের প্রভাত,
গ্রাস কর সব বসতভিটা,
অক্ষত রেখো না-
শ্যামল বাংলা ,পশ্বালয়,অনড় বৃক্ষের শেকড়।
ছিনিয়ে নওে জীবাত্মার শত দিবার স্বপ্ন।
বিস্মৃত শান্ত হৃদয় নতুন অরুণ উদিত হলো;
অম্বুবাহের এককোণে।
তোমার টলমল স্রোতধারা,
প্রবাহমান পূর্ব ন্যায়।