স্নিগ্ধ শীতল তোমার কায়া,
হৃদয় রঙ্গিত বিকেল বেলা।
উদয়াস্ত তোমার আঁখিমালা,
হৃদয় ব্যাকুল পলক মাত্র।
নত মস্তকে নম্র হাস্য,
দৃষ্টি ভরে রই।
চতুর্দিক শৈত্য প্রবাহমান,
একপাশে তুমি স্নেহসৃষ্ট কমল।
মোর দিক করে তোর নিক্ষিপ্ত বচন,
লজ্জায় রুজ অঙ্কিত মোর মৌন।
স্নেহসিক্ত দৃষ্টি লোচন,
বাজেয়াপ্ত মোর মৌন।
সশ্রীযুক্ত কী তোমার চরণদ্বয়,
দর্শন মাত্র স্তব্ধ রই।
গাত্র ভরা উপছে পড়া স্নেহ,
নেত্র ভরা প্রীতির আহ্বান।
মৃদু মিষ্টি কন্ঠনালীয় তরঙ্গ স্পন্দন,
বিস্মৃত হইনি এখনো।
স্মরণ করিয়া রক্তিম মোর কপোল,
আজ অবোধ বালক।
আসিবে এ উম্মক্ত হৃদয়ে,
সকল বাঁধা বিপত্তি ভুলে।
আজও অপেক্ষায়মান মোর হৃদয়,
নিরব সঙ্গীনী হে স্বর্ণ!