হিম শীতল রৌদ্রহীন হাওয়া,
শিশিরসিক্ত মৌন।
হাস্যোজ্জল অরুন মালা,
বিস্মৃতির সমুদ্রে খেলা।
হাড়-ভাঙ্গানো শৈত্য প্রবাহ,
উষ্ণতার সন্ধানে গাত্র মামা।
পিঠে-পুলির চরম ধুমে,
মস্ত পাগল সদ্য খোকা।
কনকনে বায়ু-প্রবাহ,
বইছে যে দখিনা হাওয়া।
ভাগ্য বুলির কাছে এসে,
সুখের আশ মাথায় নিয়ে;
কিবা দুঃখের ফঁাস নিয়ে।
দিবা-রাত্রি স্পর্শতার েছঁায়া,
শিশির ভেজায় হিম শীর্ণ গা।
দিবা-আনন্দের প্রভাত ফেরীতে,
আসিবে এই অবোধ বালকের নীড়ে,
রৌদ্র-বৃষ্টি-উষ্ণতা ছেড়ে,
আবার আসিবে উম্মাক্ত হৃদয়ে,
ঋত্বরূপবতী হয়ে।