অভিশপ্ত মৃতের ঘুমে আছি নীরবে
মুক্তির পথে ডাকে অন্ধকার প্রভাতে
পাখি ডাকে উচ্চস্বরে স্রষ্টার গৌরবে
স্বর্গীয় বাতাস বয়ছে স্লল গতিতে।
যার ছোয়া দেহমন উত্তাল সৌরভে
স্রষ্টার স্বাধ পাওয়া আকাঙ্খা নিরবে
হৃদয়ের ফলসুধা কাঙ্খিত সৌরভে
স্রষ্টার র্দশন চর্ম চোখু না সইবে।
স্রষ্টার সৃষ্টির পরিবেষ্টনে থাকেন
এ হৃদয়ের সুপ্ত গভীর ভালবাসা
সৃষ্টির আশানুজায়ে সতেজ রাখেন
স্রষ্টার সৃষ্টির অন্তরেই তার বাসা।
চারদিকেই সৃষ্টার সৃষ্টি রাশি রাশি
সৃষ্টির মাধ্যেমেই সৃষ্টাকে ভালবাসি।
রচনাকাল.....০৫/৮/২০০৮ ইং
এই সনেটটি শেক্সপিয়র এর রীতিতে লেখা,তাদের অন্তমিল হল,কখকখ,গঘগঘ,চছচছ,জজ। তাই এই কবিতার অন্তমিল হল-বেতেবেতে,ভেবেভেবে,নসানসা,শিসি।