ভালবাসা এক, অতৃপ্তি স্বর্গীয় সুধা
জন্ম তার হৃদয়ের গভীর জগতে,
র্দূলব করে গোলকের সমস্ত বাধা
অগ্নি পথে যায় এগিয়ে তারি আশাতে।
ভালবাসা এক, জলন্ত অগ্নি র্দূভার
সত্যের মহীয়ান র্নিভীক সে সৈনিক
হৃদয়ে ঝড়তাকে করছে চুরমার
উজ্জল আশা সফল,রক্তিম র্নিভীক।
বজ্র কন্ঠের ডাকে মিল্ল শুভ সাড়া
হুর-পরীরা আসল নিজুম রাত্রিতে
সত্যিকারে ভালবাসায় হৃদয় হারা
পারে না অর্থ-সম্পদ, অন্তর কিনিতে।
স্বর্গীয় ভালবাসার জয়, নাহি ক্ষয়
শ্রেষ্ঠ মন,প্রেমই জয়,মিথ্যার ক্ষয়।
রচনাকাল.....৩১/৮/২০০৮ ইং
এই সনেটটি শেক্সপিয়র এর রীতিতে লেখা,তাদের অন্তমিল হল, কখকখ, গঘগঘ,
চছচছ,জজ। তাই এই কবিতার অন্তমিল হল-ধাতেধাতে, রকরক ,ড়াতেরাতে,য়য়।