দেশপ্রেম মহৎ গুণ,খাটি বাঙ্গালী
জাপিয়ে ছিলাম একাত্তরে সে রাত্রিতে
মুজিব,জিয়ার ডাকে জাগল বাঙ্গালী
স্বাধীনতার উদ্দাম আশায় যাত্রাতে।
দিবা-নিশি বন জঙ্গলে সন্ধা রাত্রিতে
হিস্র দানব লক্ষ রক্তের বিনিময়ে
হবেই একদিন সত্যের সুনীতিতে
দামাল ছেলেরা শক্র রক্তের ভাসিয়ে।
পেয়েছি রক্ত দিয়ে স্বাধীন পতাকা
শক্ত মাটি বাঙ্গালীর ঘাটি হবে খাটি
হৃদপিন্ড দীর্ঘ শ্বাসে প্রবল আঙ্খকা
ত্রিরিশ লক্ষ বাঙ্গালীর রক্তের মাটি।
সবুজ সোনার বাংলা আমার হৃদয়
দেব নিশ্বাস ছাড়বনা চির বিজয়।
রচনাকাল.....০৮/৮/২০০৮ ইং
এই সনেটটি শেক্সপিয়র এর রীতিতে লেখা,তাদের অন্তমিল হল, কখকখ, গঘগঘ,
চছচছ,জজ। তাই এই কবিতার অন্তমিল হল-লীতেলীতে, তেয়েতেয়ে ,কাটিকাটি,য়য়।