টোপ টোপ টোপ বৃষ্টি পড়ে
ধাপোর ধাপোর আম পড়ে।
হিম হিম হিম বায়ুর মাঝে
কাজ করে কৃষক মাঠের মাঝে।
জোয়াল হাতে লাঙ্গল কাঁধে
গরু নিয়ে যায় নিজ বাড়িতে।
যখন ঘরে ফসল আসে
আনন্দে তাদের বুক ভাসে।
ফসল নিয়ে যায় হাটে
সুখে তাদের দিন কাটে।
বৃক্ষ রোপন করে ওরা
কাজের ফাঁকে ফাঁেক।
বিপদে তারা সাহায্য পায়
ঐ গাছের ও মাঝে।
দলে দলে আসুন সবাই
বৃক্ষ রোপন করি।
কৃষকের জীবন মোর
সুমধুুর করি।
রচনাকাল...০৫.০৯.২০০১ ইং/লাইন-১৮
১ম দৈনিক ইলশেপাড়-২০০৬ইং,২য় দৈনিক মতলবের আলো, ২২/০৪/২০০৭ইং -চাঁদপুর।