বাংলার বুকে আগষ্ট নামে যদি কনো মাস না থাকতো
বাঙ্গালী জাতি বিশ্বের বুকে কতই না সুখের হতো।
বাংলার বুকে আগষ্ট নামে যদি কনো মাস না থাকতো
বাংলার মা কে বলতে হতোনা, কাঁদো বাঙ্গালী কাঁদো ॥
যদি বাংলার বুকে আগষ্ট নামটি আর না থাকতো
তাহলে বাঙ্গালীকে শোকে কাতর হতে হতো না,
কাঁদতে হতো না নির্জনে বসে বসে ॥
বাংলার বুকে আগষ্ট নামে যদি কনো মাস না থাকতো
কোকিল তার কন্ঠে বেহাগ সুরে কাঁদতে হতো না,
সাগরের ডেউ গুলো এত উত্তাল হতো না ॥
বাংলার বুকে আগষ্ট নামে যদি কনো মাস না থাকতো
জাতির পিতাকে আমাদের ছেড়ে যেতে হতো না
আর বাঙ্গালীদের বলতে হতো না.....
কাঁদো বাঙ্গালী কাঁদো ॥