ভোটের লড়াই শেষে
স্বস্তি এলো দেশে
হার ও জিতের গপ্পো গিয়ে
চায়ের কাপে মেশে!
কেউবা ছিঁড়ে চুল
কোথায় ছিল ভুল
হিসাব নিকাশ করে এখন
পায় না কোন কূল!
কোন সুযোগে কাকে কখন
ধরতে হতো ঠেঁসে!
কেউ দিচ্ছে গালি
কারো বাক্স খালি
জয়ের মালা গলাতে কেউ
পাচ্ছে করতালি!
আয়েশ করে পাঁচটি বছর
কাটবে বীরের বেশে।