তোমরা এখন ভিআইপি
গরম ভাতে পাচ্ছো ঘি
কিন্তু মনে রাখতে হবে-
নিকট অতীত ছিল কি?

যদি করো একটু ভুল
বাঁধবে শেষে হুলুস্থুল
এই জনতা ক্ষেপে গিয়ে-
ছিঁড়বে টেনে মাথার চুল।

সাবধানতায় রাখো পা
ভুলে গেলে চলবে না
কি দিয়েছো প্রতিশ্রুতি-
সদাই মনে রেখো তা।

আমরা অতি সাধারণ
ভুল বোঝাবে কতক্ষণ
সত্যটাকে দেখে নিতে-
আবার নেবো রক্তপণ।
===========