উদরপিন্ডি-
বুদোর ঘাড়ে চাপিয়ে
রমিজমিয়া-
মাঠে বেড়ান দাপিয়ে
এবার তিনি-
মঞ্চটাকে কাঁপিয়ে
ঘোষণা দেন-
দূর্নীতিকে
রুখতে পড়ো ঝাপিয়ে।

এই যে বাঙাল-
একটু কাঙাল ভাতুড়ে
যতই তারে-
চ্যাপ্টা করো হাতুড়ে
ভাতের যায়গা-
দেবেনা সে ছাতু রে।
স্বভাবটা কি
ধুলে যাবে-
যা পেয়েছে আঁতুড়ে।