টুসির পুষি- বেজায় খুশি
পেলে একটা বল
বল নিয়ে সে ঘরে-বাইরে
খেলবে অনর্গল!

ইশকুলে সে যায় না মোটে
নেই যে লেখাপড়া
টুসি ওকে আদর করে
শেখায় কত ছড়া!

মুখস্থ তার একটাও নাই
টুসি যখন ধরে-
ছড়া বলতে বললে তারে-
মিঁউ মিঁউ করে!

টুসির পুষি খায় না নুডুলস
মাছের কাঁটা খায়
সুযোগ পেলে টুসির খাটে
আরামে ঘুম যায়!