১/ তুমি বোঝ উল্টা

আমি যা বুঝি
তুমি বোঝ তার উল্টা,
সময় অসময়
আঁকড়ে থাকো ভুলটা।
কালের স্রোতে
হারিয়ে ফেলছো মূলটা
ফোটার আগে
তাইতো ঝরে ফুলটা!


২/ মাঙ্কি ড্যান্স

গাঁয় মানে না-
মোড়ল তিনি নিজে,
তারও নাকি-
কথায় চিড়ে ভিজে!
অতীত ভুলে
শুনছে এখন ডিজে
মাঙ্কি ড্যান্সে
পাচ্ছে মজা কি যে!