আমাদের ছোট খুকি,
নাম তার_ টুকটুকি।
খিলখিল করে হাসে,
সকলে ভালোবাসে।

প্রীতির এক খনি সে,
নয়নেরও মণি সে।
সবার স্নেহের ছায়
খায়-দায়, ঘুম যায়।