তৃষ্ণা_ কভু বিতৃষ্ণা হোক
চাইনি আমি আগে
হাজার বাধা পেরিয়ে দেখি
তাই জুটেছে ভাগে।
তুমি আছো তোমার মত
কোথাও নেই কোন ক্ষত
কানায় কানায় পুর্ণ জীবন
রাগের অনুরাগে।
স্মৃতির ঘোড়া ছুটলে জোরে
মনটা তখন_ ভীষণ পোড়ে
কী পেলাম আর কী হারালাম
প্রশ্ন মনে জাগে!