মিথ্যে যখন চিত্তে গাড়ে আসন
ঝন ঝনাঝন বাজে খালি বাসন
মিঠে লাগে তখন খলের ভাষণ
উন্নয়নের নামেই চালায় ত্রাসন

কারো তখন বাড়ে আবার তেজ
কেউ তার পা চেটে নাড়ে লেজ

আমজনতা হারায় সুখের শাসন
জাতি কাশে যক্ষ্মারোগীর কাশন
যেই জমিতে আগাছাদের হাসন
খুর প্রয়োজন সেটা- পুনঃ চাষণ!