তোদের এই বাড় দেখে
খাই খুব টাসকি
পাইনা তো ভেবে কূল
তোরা ঠিক চাস কি?
এই জাতি সেই জাতি
যারা দেশ ভক্ত
প্রয়োজনে রাজপথে-
ঢেলে দেয় রক্ত
সহজেই ভুলে গেলি
সেই ইতিহাস কি!
ভয়ভীতি পেলে ওরা
যায়না তো থমকে
বিপদ এলে বুক বেঁধে
রুখে দেয় যমকে
রাখে নাতো পিছু পা-
হয়ে যাক লাশ কি!
অনাচার অবিচারে
হয়ে ওঠে ক্রুদ্ধ
ফুলকে বাঁচাতে যারা
মেনে নেয় যুদ্ধ
আজীবন তাদেরকে
রাখা যায় দাস কি?