তোমার প্রেমের নাম লিখেছি
আমি নয়নজলে
আর কখলও ডাকবো না গো
তোমায় প্রিয় বলে।।

ভালোবেসে সবাই কি ঘর বাঁধে?
কেউ কেউ আছে-
সারা জনম স্মৃতি নিয়েই কাঁদে।
আমি না হয় তাদের মত
কেঁদেই যাবো অবিরত
তোমার জীবন ভরুক ওগো
সুখের শতদলে।।

সব নদী কি মোহনা পায় খুঁজে?
কোন নদী-
মরুর বুকে হারায় সকল বুঝে।
আমি হলাম তেমন নদী
পথ হারাই নিরবধি
তোমার ঘরে যেন সদা-
সুখের প্রদ্বীপ জ্বলে।।