আমার কথা এখন জানি
তোমার মনে নেই
ছোট্ট বেলার আমি তোমার
খেলার সাথী সেই।
যাকে ছাড়া একটি দিনও
হয়নি তোমার গত
তুমি-আমি মিলেমিশে
থাকতাম অবিরত।
কে সে আমি বলতে পারো?
নামটি মনে আছে?
স্মৃতির দুয়ার খুললে তারে
হয়তো পাবে কাছে।
তখন তোমার বয়সটা চার
আমার ছিল ছয়-
আমায় ঘিরে সে সব স্মৃতি
আজো কথা কয়!