বোধের ঘরে-
ক্রোধের আগুন,
ফাগুন পুড়ে ছাই রে
অস্থিমজ্জা...
আলোকসজ্জা,
লজ্জা মোটে নাই রে!

নিজের ভিটায়
ঘুঘু চড়ে
পরের ভিটায় রক্ষক
টিকটিকিটা-
টিকি নেড়ে
বলছে- আমি তক্ষক!